মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১, ২১ রজব, ১৪৪৬ | ০৪:৫৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১১ নভেম্বর ২০১৭ ০৮:৩৯:০৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

রামপালের প্রতিবাদ জার্মানিতে

চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে জার্মানির বন শহরের জাতিসংঘ ক্যাম্পাসের সামনে ১০ নভেম্বর শুক্রবার বিকেলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷ এতে অংশ নেন শহরটিতে বসবাসরত বাংলাদেশিসহ কয়েকজন বিদেশি৷ রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহ দূষণ থেক বিশ্বের অন্যতম ঐতিহ্য সুন্দরবনকে বাঁচানোর দাবি নিয়ে এ প্রতিবাদের আয়োজন করা হয়৷ সুন্দরবনকে বাঁচানোর দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন তারা৷ সবার মুখেই ছিল একই দাবি, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন কোনোভাবেই না হতে পারে৷ ‘বন্ধ করো রামপাল বিদ্যুৎ কেন্দ্র, বাঁচাও বিশ্বের সবচেয়ে বড় শ্বাসমূলীয় বন সুন্দরবন’ – এ রকম নানান দাবি সম্বলিত ফেস্টুন শোভা পাচ্ছিল প্রতিবাদকারীদের হাতে হাতে৷ ফিলিপাইনের একজন নারীর হাতেও ছিল এ রকমের ফেস্টুন। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি থেকে সুন্দরবনকে বাঁচানোর দাবি নিয়ে প্রতিবাদ সভায় অংশ নিয়েছিলেন ফিলিপাইন্সের এই নারীসহ বিভিন্ন দেশের পরিবেশবাদীরা। সারা পৃথিবী যখন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পিছিয়ে আসার পরিকল্পনা করছে, সেখানে সুন্দরবনের কাছে রামপালের মতো বিশাল একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদ করেন অংশগ্রহণকারীরা৷





আরো খবর