অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে দুই বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে বনগাঁ পশ্চিমপাড়া থেকে গ্রেফতারকৃত ওই দুই নারী হলেন ঈশানী শেখ ও ফরিদা শেখ। রোববার তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দুই নারী কোনো তথ্য না দিলেও পাচারের উদ্দেশ্যে কাজের লোভ দেখিয়ে তাদের ভারতে নিয়ে যাওয়া হয় বলে ধারণা পুলিশের। তবে নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন তারা।
স্থানীয় একটি ক্লাবের সম্পাদক মৌসুমী চক্রবর্তী এ বিষয়ে জানান, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই দুই নারী। বিষয়টি নজরে আসার পর এলাকার ছেলেরা তাদের চ্যালেঞ্জ করলে নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দেন তারা। তবে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।
ওই দুই নারী যে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন সেই বাড়ির মালিক বিজয় নন্দীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করেন ক্লাবটির সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় নন্দী জানান, রাতে ওই দুই নারী তার কাছে আশ্রয় চায়। তাই তাদের আশ্রয় দিয়েছিলেন তিনি।
তবে বিজয় নন্দীর বক্তব্য সন্দেহজনক হওয়ায় তাকেও আটক করে পুলিশ।