করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক অঞ্চলে ২ নারীসহ আরো ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে ৬ এপ্রিল সোমবার। এ নিয়ে প্রবাসীদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে। ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলীনের বিভিন্ন হাসপাতালে এরা চিকিৎসাধীন ছিলেন।
নিউজার্সির প্যাটারসনে রুবেল নামক ৩২ বছরের এক তরুণ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে মন্টিফিউর হাসপাতালে হাসিনা ইয়াসমীন (৪৪), জ্যামাইকা হাসপাতালে তানিয়া আকতার (৩৮), কুইন্স হাসপাতালে সাঈদ খালেদ (৬২), ব্রুকলীনের মায়মনিডেস হাসপাতালে আব্দুর রাজ্জাক (৫৬) এবং মো. ইমাম খান তপন (৩২) মারা যান বলে হাসপাতালের উদ্ধৃতি দিয়ে তাদের স্বজনরা জানান।
এদিন ভোররাতে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে মারা গেছেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সেক্রেটারি ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক বাকির আজাদ (৫৭)।
নিউইয়র্কসহ আশপাশের হাসপাতালে কমপক্ষে ৫ শতাধিক বাংলাদেশি রয়েছেন আইসিইউতে। এরমধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন এম আজিজ, ব্রঙ্কসের একটি মসজিদের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ।