মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১, ২১ রজব, ১৪৪৬ | ০৫:০৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২৮ এপ্রিল ২০১৯ ০৯:৪২:৪৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আহত আবদুর রহমান সায়মন (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। আফ্রিকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে সায়মনের মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করা হয়েছে। নিহত সায়মন নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দেড় বছর আগে সাত লাখ টাকা খরচ করে সাউথ আফ্রিকায় কাজের সন্ধানে যান সায়মন। পরে জোয়ানেসবার্গের ফ্রিডম পার্ক এলাকায় তার এক খালুর দোকানে কাজ করতেন তিনি। গত সোমবার ওই দোকানে কয়েকজন নিগ্রো সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে হামলা চালালে সায়মন তাদের বাধা দেন। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে সেখানকার বাংলাদেশিরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান আবদুর রহমান সায়মন।





আরো খবর