মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি, ১৪৪৬ | ০৪:৩৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০ ১২:১৪:০৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

ফেনীর ফুলগাজী মুন্সিরহাট বাজারে ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

মহিউদ্দিন মহি খন্দকার,ফেনী

৪ই নভেম্বর রোজ বুধবার  আসরের নামাজ পর মুন্সির হাট বড় মসজিদ থেকে ফুলগাজীর ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার উদ্যোগে পুরাতন মুন্সিরহাট বাজারে 'ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে' আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে ৷

বিভিন্ন ইসলামি সংগঠন সভায় ব্যনার পোস্টার নিয়ে মিশিলে অংশগ্রহন করেন, বিক্ষোভ  সভায় থেকে ফ্রান্সের সকল পন্য বয়কট করা সহ রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সকে বয়কটের আহ্বান জানানো হয়। বিক্ষোভে অংশ গ্রহন কারীরা ফ্রান্সের প্রেসিডন্টের কুসপত্তলিকা পোড়ান, উক্ত বিক্ষোভ মিছিলে ফুলগাজীর বিভিন্ন মাদ্রাসার ওলামায়কেরামরা বক্তব্য প্রধান করেন।

উক্ত প্রতিবাদ সভায় , মাওলানায় আহাম্মেদ সফি উল্ল্যাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওঃ ইউনুস,মাওঃ আবদুর রহমান,মাওঃ ওসমান গনি,মাওঃ ফয়জুল্ল্যাহ,মাওঃ আবদুল রাজ্জাক,মাওঃআজিজুল্লাহ আহমদী,মাওঃআবদুল ওয়াদুদ,মুফতী জুবায়ের ,মুফতী কাশেম সহ আরও অনেকই ৷

সভায় বিভিন্ন স্হান থেকে আগাত মাদ্রার শিক্ষক / ছাত্র  সহ স্হানীয় জন সাধারন মহানবী (সাঃ) এর মুসলিম উম্মুতেরা উপস্হিত   ছিলেন ৷ মুনাজাতে মাধ্যে সভা সামপ্তি হয় ৷






আরো খবর