শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি, ১৪৪৬ | ০৪:০৩ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২৫ অক্টোবর ২০২০ ০৯:৪৯:২১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ধামরাইয়ে কৃষকের মরদেহ উদ্ধার

ইমরান খান, সাভার প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের একদিন পর শুকুর আলী (৫৩) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) সকালে ধামরাইয়ের কাছৈর গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত শুকুর আলী উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের কাছৈর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং মৌসুমী জেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুকুর আলী গতকাল শনিবার গ্রামের পাশে একটি বিলে মাছ ধরতে যান। ওইদিন রাতে তিনি আর ফেরেনি, পরিবার ও স্থানীয় মানুষজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরে রবিবার সকালে নিজ বাড়ি থেকে প্রায় তিনশ গজ দূরে রাস্তার পাশে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান এলাকাবাসী। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনি যেই হোক তাকে গ্রেপ্তার করা হবে।






আরো খবর