শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল, ১৪৪৫ | ০২:৫১ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:২০:০৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

গাজীপুরে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাঘারপাড়া এলাকায় একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। মাইক্রোবাসটি সেভেন রিংস কারখানার বলে জানা গেছে। কারখানার সিনিয়র ম্যানেজার (প্রশাসন) নিয়াজ উদ্দিন গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে মাইক্রোবাসযোগে সেভেন রিংসের আইটি বিভাগের প্রধান মাসুদুর রহমান, শহীদ নামে এক কর্মকর্তা ও চালক কালীগঞ্জে সেভেন রিংস কারখানায় আসছিল। এ সময় বাঘারপাড়া এলাকায় এলে মাইক্রোবাসটি উল্টে যায় এবং এতে আগুন ধরে য়ায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় ওই তিনজন সামান্য ব্যথা পেয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, বাঘারপাড়া এলাকায় কালীগঞ্জ ঘোড়াশাল সড়কের পাশে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।





আরো খবর