শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৭:৩২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮ ০৫:২০:২০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

কয়েলের আগুনে পাঁচ বসতঘর ছাই

লালমনিরহাটের আদিতমারীতে তিন কৃষকের পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার (২০ আগস্ট) মধ্যরাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সিংগিমারী চরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন সিংগিমারী চরের মৃত নয়া মিয়ার ছেলে আনারুল ইসলাম, মাহাতাব উদ্দিন ও প্রতিবেশী মহুবর রহমানের ছেলে আনোয়ারুল ইসলাম। মহিষখোচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজমুল হক বলেন, সোমবার রাতে গোয়াল ঘরে মশার কয়েল দিয়ে ঘুমিয়ে পড়েন আনারুল ইসলাম। এরপর সেই মশার কয়েল থেকে গোয়াল ঘরে আগুন লাগে। এতে দুইটি গরু দগ্ধ হয়ে মারা যায়। মুহূর্তের মধ্যে আগুন মাহাতাব ও আনোয়ারুলের বাড়িতে ছড়িয়ে পড়ে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই তিন কৃষকের পাঁচটি বাড়ি, প্রায় ১০০ মণ পাট, ধান, চাল ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, বিষয়টি এখনও জানতে পারিনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হবে।





আরো খবর