শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৩:২৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৮ আগস্ট ২০১৮ ০৪:৩১:২৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

রাজধানীতে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় শ্রমিক নিহত

রাজধানীর তেজগাঁওয়ে মাইক্রোবাস চাপায় শফিকুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ইসমাইল হোসেন (৩৮) নামে আরো এক শ্রমিক। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল শেরপুরের নলিতাবাড়ি তারাকান্দার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত ইসমাইলও একই এলাকার বাসিন্দা। তবে দু'জনই রাজধানীর কড়াইলবস্তিতে থাকেন। তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১নং গেটের অদূরে সড়কে কাজ করছিল শ্রমিকরা। এসময় রাত আনুমানিক ৩টার দিকে একটি বেপরোয়া গতির মাইক্রোবাস শ্রমিকদের চাপা দেয়। গুরতর আহতাবস্থায় উদ্ধার করে শফিকুল ও ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ইসমাইলকে চিকিৎসা দেয়া হচ্ছে। এএসআই মোহাম্মদ আলী আরও জানান মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছেন। নিহত শফিকুলের মরদেহ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারকে হস্তান্তর করা হবে।





আরো খবর