শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০১:১৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮ ০৮:৪৫:৪১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান

কোটাপ্রথার সংস্কারের পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এই আন্দোলন পালন হচ্ছে। আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আন্দোলনে অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাকরিপ্রত্যাশীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে কোটা শতকরা ৫৬ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ওই সব পদে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া, কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা, কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা। আন্দোলনের একজন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহিদুল আনোয়ার বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে। আমাদের মাইক কেড়ে নিয়েছে।’ রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, শাহবাগ মোড়ে অবস্থান না করে শহীদ মিনারে গিয়ে অবস্থান করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়।





আরো খবর