শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০১:৩৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮ ১২:২৬:১৬ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

খালেদা জিয়ার বক্তব্যে প্রশ্নবোধক উঠিয়ে দাড়ি চিহ্ন বসানো হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আদালতে যে লিখিত বক্তব্য দিয়েছেন, রায়ে তার সেই বক্তব্যের এক যায়গায় প্রশ্নবোধক চিহ্ন (?) উঠিয়ে দাড়ি (। ) চিহ্ন বসিয়ে দেয়া হয়েছে। এ অভিযোগ করেছেন বেগম জিয়ার আইনজীবী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ মঙ্গলবার আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, বেগম জিয়া আত্মপক্ষ সমর্থন করে আদালতে দেয়া বক্তব্যের এক পর্যায় বলেছেন, দেশে এখন অন্যায়ের প্রতিবাদ করলে খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, মামলা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে। বলা হয়, আমি ক্ষমতার অপব্যবহার করেছি, আমি ক্ষমতার অপব্যবহার করেছি?. এখানে প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়ে রায়ে বিচারক দাড়ি (। ) বসিয়ে দিয়েছেন। এটি এক গভীর ষড়যন্ত্র। এই চিহ্ন উঠিয়ে দিয়ে খালেদা জিয়ার বক্তব্য পাল্টে দেয়া হয়েছে। এটা কেউ বিশ্বাস করবে যে খালেদা জিয়া স্বীকার করেছেন- আমি ক্ষমতার অপব্যবহার করেছি। তিনি এটা বললে তো মামলায় এতো কিছু হওয়ার কথা নয়। এটা কেউ বিশ্বাস করবে না। আমাদের কাছে সেই কপি রয়েছে। আমরা সেটা একাধিক বার দেখেছি। আপিলে উচ্চ আদালতে তা তুলে ধরা হয়েছে বলেও জানান ব্যারিস্টার মওদুদ আহমদ।





আরো খবর