শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৬:৫৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ ১১:০৮:০৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

খালেদা জিয়াকে আগামীকাল আদালতে হাজির করা হবে না: সানাউল্লাহ মিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় আগামীকাল রোববার তাকে আদালতে হাজির করা হবে না বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। শনিবার বিকেল সোয়া ৪টায় তিনি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারের সামনে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট (পিডাব্লিউ) আছে কিনা তা জানতে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে জেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। আগামীকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশেষ জজ আদালত-২-এ এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়া এ মামলায় জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে কোনও প্রোডাকশন ওয়ারেন্ট (পিডাব্লিউ) আছে কিনা তা জানতে এসেছি। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের পর থেকে রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।





আরো খবর