শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৪:২৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১১ ফেব্রুয়ারী ২০১৮ ০৪:০১:২০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

ইইউ প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে আজ

ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে। ১১ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের বেশ কয়েকজন শনিবারই ঢাকায় পৌঁছেছেন। বাকিরা আজ ঢাকায় পৌঁছার পর কক্সবাজার যাবেন। কক্সবাজারের পর প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলে চারটি গ্রুপের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত উপকমিটি, পররাষ্ট্রবিষয়ক কমিটি, দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক প্রতিনিধি এবং দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর চারটি উপদলের মধ্যে তিনটি দল ঢাকায় ফিরে কানেক্টিং ফ্লাইটে মিয়ানমার সফরে যাবে। প্রতিনিধি দলের সদস্যরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন। জানা গেছে, ঢাকায় ফিরে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে বৈঠক করে আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা করবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। তারা আগামী ১৫ ফেব্র“য়ারি ফিরে যাবেন।





আরো খবর