শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৪:৪৭ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭ ০৩:৫২:২৮ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

জয় বাংলা’ স্লোগান না দিলে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী: কাদের

ঢাকা: যারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জয় বাংলা কী? জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের রণধ্বনি। এই মুক্তিযুদ্ধের রণধ্বনি যারা স্বীকার করে না, যারা উচ্চারণ করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। শনিবার বিকেলে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ট্রাকে আওয়ামী লীগের বিজয় র্যালি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের আশাবাদ এবং সাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান দিয়ে সম্পন্ন হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের এবারের বিজয় দিবসের শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন এই ডিসেম্বর থেকে আরেক ডিসেম্বরে হবে। আগামী নির্বাচনে আমাদের প্রতিপক্ষ বিএনপির নেতৃত্বে জয় বাংলাবিরোধী সাম্প্রদায়িক শক্তি। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়াইয়ে মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে আবারও বিজয়ী হব। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আবারও বিজয়ী হবে। বিজয়ের পতাকা উড়বে সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়ায়। দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে আবারও ঐক্যবদ্ধ হব। এরপর সাধারণ সম্পাদক নিজেই স্লোগান ধরেন এবং নেতাকর্মীরাও তার সঙ্গে কণ্ঠ মেলান। নৌকা নৌকা, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক এবং মওলানা ভাসানীর নৌকা বলে প্রায় দুই মিনিট স্লোগান দেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর আওয়ামী লীগের ব্যবস্থাপনায় আয়োজিত এ শোভাযাত্রা সেখান থেকে শুরু হয়ে ধানমণ্ডি-৩২ নম্বরে গিয়ে শেষ হয়।





আরো খবর