শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ১০:২১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭ ০৪:১৭:৪৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

দিনাজপুরে নসিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে নিহত ২

দিনাজপুর: দিনাজপুরে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রোববার সন্ধায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের সুজালপুর ইউপির পাচপীর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কাসেম (২৮) এবং রানা ইসলাম (২৫)। তারা দু’জনেই মোটরসাইকেল আরোহী ছিলেন। এ ঘটনায় জোতিন বর্মন (৩৫) নামে নছিমন চালক আহত হন। নিহত কাসেম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির চাকাই গ্রামের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনের ছেলে এবং রানা একই গ্রামের একরামুলের ছেলে। বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, কবিরাজহাট থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সুজালপুর ইউপির চাকাই গ্রামে ফিরছিলেন কাসেম এবং রানা। পথিমধ্যে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পাচপীর নামকস্থানে নছিমনকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষে তারা আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন নছিমনচালক জোতিন বর্মন। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহামুদুল হাসান পলাশ জানান, হাসপাতালে নেওয়ার আগেই দু’জনের মৃত্যু হয়েছে। আহতনছিমন চালককে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহছে উল গণি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।





আরো খবর