শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৭:০৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১০ ডিসেম্বর ২০১৭ ০২:৪১:৩১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

উবার-পাঠাও বন্ধের দাবিতে বিক্ষোভ, ধর্মঘটের ঘোষণা

ঢাকা: অ্যাপনির্ভর যোগাযোগ ব্যবস্থা উবার এবং পাঠাও বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশার চালকদের একটি সংগঠন। এসময় তারা আগামী ২৭ ও ২৮শে ডিসেম্বর ঢাকা ও চট্টগ্রামে ধর্মঘট পালনের ঘোষণা দেয়। এরপরও দাবি না মানলে ১৫ই জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে বলেও ঘোষণা দেন তারা। রোববার সকালে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে সিএনজিচালতি অটোরিকশার চালকরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনের সামনে বিক্ষোভ করেন। তারা ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করে উবার ও পাঠাও বন্ধের সেøাগান দেয়। অবস্থান কর্মসূচিতে সংগঠনটির সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল বলেন, দাবি মানা না হলে আগামী ২৭-২৮শে ডিসেম্বর ঢাকা ও চট্টগ্রাম নগরীতে ধর্মঘট পালন করা হবে। এরপরও দাবি মানা না হলে ১৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন শ্রমিকরা। এসময় তিনি বিআরটিএ’র অনুমোদনহীন উবার, পাঠাওসহ অন্যান্য অ্যাপনির্ভর যানবাহন চলাচল বন্ধ করার পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা অপসারণের দাবি জানিয়েছেন। দুলাল বলেন, উবার ও পাঠাওয়ের কারণে সিএনজিচালিত অটোরিকশার চালকদের উপার্জন কমে গেছে। এর আগেও সংগঠনটি ধর্মঘটের ডাক দিলেও অন্যান্য অটোরিকশা চালকরা তাতে সায় দেয় নি।





আরো খবর