শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ১০:২৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭ ০৫:০৮:২১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

রোহিঙ্গা ইস্যুতে ঢাকার বিপক্ষে যাদের শক্ত অবস্থান

ঢাকা: মায়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের সাধারণ পরিষদের থার্ড কমিটিতে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে রোহিঙ্গা মুসলমানদের ওপর মায়ানমারের সামরিক বাহিনীর অভিযান বন্ধ, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং নাগরিকত্ব দেয়ার আহ্বানও জানানো হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্ক সময় সকালে ভোটাভুটির পর এই প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্যে মধ্যে ১৭১ সদস্য বৈঠকে উপস্থিত, এবং ২২টি দেশ অনুপস্থিত ছিল। ভোটাভুটিতে অংশ নেয়া ১৩৫টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ১০টি দেশ। আর উপস্থিত থেকেও কোনো পক্ষেই ভোট দেয়নি ২৬টি দেশ। এর অর্থ, বিরত থাকা দেশগুলো মায়ানমারের গণহত্যাকে সমর্থন করে। কিন্তু বিভিন্ন কারণে চক্ষু লজ্জায় সরাসরি সেটার সাফাই গাইতে পারছে না। তাই মায়ানমারের বিপক্ষে দাঁড়ানো থেকে বিরত থেকেছে। বিপক্ষে ভোট দেয়া ১০টি দেশ হলো- রাশিয়া, চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, মিয়ানমার, সিরিয়া, জিম্বাবুয়ে, কম্বোডিয়া, লাউস এবং বেলারুশ। এছাড়া মায়ানমারের বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত ছিল বাংলাদেশের প্রতিবেশি ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। সার্কভূক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ। আওয়ামী লীগ সরকারের কাছ থেকে বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা এতদিন ভারতকে চিনেছি। কিন্তু প্রয়োজনের সময় হিন্দুত্ববাদী ভারত মুসলমানের দেশ বাংলাদেশের বিপক্ষেই দাঁড়ালো। আর পাকিস্তানই দাঁড়ালো বাংলাদেশের বন্ধু হিসেবে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব পাস, মায়ানমারের পক্ষে মাত্র ১০ ভোট জাতিসংঘের এজেন্ডা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে রোহিঙ্গা ইস্যু গৃহীত হয়েছে। এতে ভোটাভুটির মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের প্রস্তাব পাস করেছে সদস্য রাষ্ট্রগুলো। প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ১৩৫টি দেশ ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে চীন, রাশিয়াসহ ১০টি দেশ। তবে ভোট দানে বিরত থেকেছে ভারতসহ ২৬টি দেশ। বৈঠকে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান বন্ধে মায়ানমার কর্তৃপক্ষকে আহবান জানানো হয়। সেইসাথে দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে আসার এবং এবং তাদের পূর্ণ নাগরিকত্বের অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বৃহস্পতিবার জাতিসংঘে ৫৭ মুসলিম দেশের সংগঠন ওআইসির আহবানে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সাধারণ পরিষদের মানবাধিকার কমিটি এ ভোটাভুটি অনুমোদন করে। এতে মায়ানমারের ঘনিষ্ঠ প্রতিবেশী চীন, সেইসাথে রাশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও লাওসসহ ১০টি দেশ বিপক্ষে অবস্থান নেয়। এদিকে রোহিঙ্গা ইস্যুতে জড়িয়ে পড়া বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে দেশটির ঘনিষ্ট মিত্র ভারত। সেইসাথে দক্ষিণ এশিয়ার নেপাল, শ্রীলঙ্কাসহ ২৬টি দেশ এ ভোটাভুটিতে নিজের অবস্থান জানাতে অনিচ্ছা প্রকাশ করে। রাখাইনে গণহত্যার শুরু থেকে ভারত সরকার এ ইস্যুতে বাংলাদেশের পাশে আছে দাবি করা হলেও এ ভোটাভুটিতে তারা অংশ নেওয়ায় বিরত থাকে। এদিকে বাংলাদেশকে নয়াদিল্লির ‘তথাকথিত বন্ধু’ বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। ভারতের নিরাপত্তার জন্য পাকিস্তান ও চীনের চেয়ে বাংলাদেশই বেশি চ্যালেঞ্জিং বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার প্রতিমন্ত্রী আহির এ মন্তব্য করেন। প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক আরও জোরদারের উদ্যোগের মধ্যে তার বিতর্কিত এই মন্তব্য এল। তিনি অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে প্রতিমন্ত্রী আহিরের এই মন্তব্য প্রকাশ করা হয়েছে। ৬৩ বছর বয়সী আহির বলেন, ‘শুধু চীন বা পাকিস্তান নয়, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বাংলাদেশও বড় এক চ্যালেঞ্জ। আমি এটা জানি কারণ আমি খুব মনোযোগ দিয়ে এটা দেখেছি।’ তিনি বলেন, ‘অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় ক্ষতি করছে। এটা চলতে থাকলে একমাত্র স্মার্ট প্রযুক্তিই আমাদের ওই অনুপ্রবেশ দমনে সহায়তা করতে পারে।’ গত সপ্তাহেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের জনগণের সংযোগ স্থাপনের বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেন। তাতে মোদি দুই দেশের জনগণের ‘ঐতিহাসিক বন্ধনকে’ আবার ‘নতুন করে জোরদারের’ ওপর গুরুত্ব দেন। এর মধ্যে বৃহস্পতিবার আহির এই মন্তব্য করলেন। মহারাষ্ট্র থেকে চারবারের নির্বাচিত আইনপ্রণেতা আহির বলেন ভারতের আরেক প্রতিবেশী চীনের ব্যাপারে কথা বলেন। তিনি বলেন, চীন আমাদের ‘খুব ঘনিষ্ঠ বন্ধু নয়’। পাকিস্তানের বিষয়ে তিনি বলেন, ‘ভারত যদি পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের অংশ নিজের করে নিতে চায়, তাহলে ভারতকে কেউ থামাতে পারবে না। কারণ এটা আমাদের অধিকার এবং আমরা কাশ্মীর ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেব।’ প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাখাইনের রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর মায়ানমার সেনাবাহিনী সেখানে জাতিগত নিধন শুরু করে। তাদের সাথে যোগ দেয় স্থানীয় উগ্রবাদী বৌদ্ধ জনগোষ্ঠী। নির্বিচারে হত্যা, গণধর্ষণ, নির্যাতন, লুটপাট, অগ্নিদগ্ধের শিকার হয়ে প্রায় ৬ লাখ ২০ হাজারের মত রোহিঙ্গা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পালিয়ে আসে। আক্রান্ত এ সব মানুষকে আশ্রয় দিতে বাংলাদেশ সরকার দেশটির সীমান্ত খুলে দেয় এবং তাদের পাশে দাঁড়ায়।





আরো খবর