শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল, ১৪৪৫ | ০১:২৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৯ নভেম্বর ২০১৭ ১০:৩৬:০২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

চবিতে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল কায়ুমের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাকে বিশ্ববিদ্যালয়েরর মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ফ্যাকাল্টির ঝুপড়িতে এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা কায়ুম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যাম্পাসে কথা কাটাকাটির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মী শরিফুল ইসলাম, এস এম মাসুম খান, ফজলুর হকসহ আরও কয়েকজন মিলে কায়ুমকে লাঠি দিয়ে আঘাত করে আহত করে। এই অংশটি নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী অনুসারী। ছাত্রলীগের স্থগিত কমিটির নেতা শরিফুল ইসলাম গনমাধধ্যমকে বলেন, সামনে নির্বাচন। ক্যাম্পাসে তারা সক্রিয় হয়ে নাশকতা করার পাঁয়তারা করছিল। তাই আমরা তাদের একজনকে বাধা দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম বলেন, আমাদের সিনিয়র সহ সভাপতি কায়ুমকে ছাত্রলীগের কয়েকজন লাঠি দিয়ে মেরে আহত করেছে। প্রশাসন যদি দোষীদের বিচার না করে তাহলে ক্যাম্পাসে আমরা ধর্মঘটের মত কর্মসূচি দিতে বাধ্য হব। জানতে চাইলে চবি’র সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, এই ধরনের কোনো অভিযোগ আমাদের কেউ দেয়নি। অভিযোগ দিলে বিষয়টি দেখব।





আরো খবর