শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৬:৪২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৫ নভেম্বর ২০১৭ ০৪:২৮:২৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক টহল দলের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন মঙ্গলবার গভীর রাতে হত্যার ঘটনাটি ঘটেছে। নিহতের নাম ফরিদ হোসেন ওরফে শরীফ, বয়স ২২। নিহতের পরিচয় রাতেই শনাক্ত করেছে বিজিবি-বিএসএফের যৌথ টহল দল। নিহত ফরিদ হোসেন শরীফ পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা (ঠাকুরপাড়া) এলাকার মো. শামসুল হকের ছেলে। তিনি রাখাল হিসেবে কাজ করতেন এবং গরু পাচারকারী দলের সঙ্গেও তার সম্পর্ক ছিলো। নিহত শরীফের লাশ বিএসএফ নিয়ে গেছে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে বুধবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত পথে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় ভারতে অনুপ্রবেশ করে বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ফরিদ হোসেনসহ আরো কয়েকজন। এসময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই ফরিদ হোসেন ওরফে শরীফ নিহত হন। অন্য বাংলাদেশিরা পালিয়ে ফেরত আসেন বাংলাদেশে। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে এ ঘটনায় কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। এ নিয়ে বুধবার ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়ন ও রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুষ্টিয়া জেরার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বুলবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে। সোমবার ভোরে দৌলতপুরের একটি বেসরকারী হাসপাতাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বুলবুল হোসেনসহ ৭/৮ জন ভারত থেকে মদসহ বিভিন্ন চোরাই মালামাল নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুলবুল হোসেন কোমরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহযোগীরা উদ্ধার করে তাকে বাংলাদেশে এনে দৌলতপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তার মৃত্যু হয়।





আরো খবর