শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৫:১৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭ ১১:৪৯:১৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বাংলাদেশের অর্থনীতি ভেঙ্গে ফেলতে রোহিঙ্গাদের ওপর আক্রমণ: কৃষিমন্ত্রী

শেরপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ভেঙ্গে ফেলতে পাকিস্তানের ষড়যন্ত্রে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর আক্রমণ হয়েছে। শুক্রবার দুপুরে শেরপুরে তার নির্বাচনী এলাকার নালিতাবাড়ীর সন্নাসীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা আজ মানবতার মাতা। তিনি ‘মাদার অব হিউমেনিটি’ উপাধিতে ভূষিত হয়েছেন। রোহিঙ্গারা আমাদের দেশের নয়, তারা মিয়ানমারের অধিবাসী। তাদের ওপর নির্যাতন হয়েছে, তারা বাংলাদেশে এসেছে। আমরা যেমন একাত্তরে ভারতে আশ্রয় নিয়েছিলাম। তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে সরকার যখন এগিয়ে যাচ্ছে, তখন পাকিস্তান দেখল- বাংলাদেশকে আর ঠেকানো গেল না। মিয়ানমারের নানান মহলের সঙ্গে তাদের সম্পর্ক আছে। হঠাৎ এক রাতে সেনারা রোহিঙ্গাদের ওপর আক্রমণ করল। রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে এল। এখন প্রায় দশ লাখ রোহিঙ্গা এদেশে অবস্থান করছে। তারা ভেবেছিল, বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে- কিন্তু ভাঙেনি। আমাদের অর্থনীতিকে তারা মোটেও নষ্ট করতে পারবে না। আমাদের সাময়িক কিছু অসুবিধা হতে পারে, সে অসুবিধাগুলো আমরা কাটিয়ে উঠছি। দিনব্যাপী আয়োজিত বিভিন্ন সমাবেশে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন- পুলিশ সুপার রফিকুল হাসান গনি, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, মহিলা ভাইস-চেয়ারম্যান আসমত আরা আসমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।





আরো খবর