শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ১১:৫৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২০ জানুয়ারী ২০১৮ ০৭:৪৫:৩৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৪ তামাকচাষিকে অপহরণ

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অস্ত্রের মুখে ৪ তামাকচাষিকে অপহরণ করা হয়েছে। অপহরণ হওয়া ব্যক্তিরা হলেন- আবদুর রহিম, আবু সৈয়দ, আবদুল আজিজ, শাহ আলম। তাঁদের সবার বাড়ি উপজেলার গর্জনিয়া এলাকায়। আজ শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি-বাইশারী ইউনিয়নের মধ্যবর্তী লেদুখাল এলাকার একটি খামার বাড়ি থেকে চার তামাকচাষিকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহরণ হওয়া চাষিদের উদ্ধারে আশপাশের পাহাড়ি এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তামাকচাষি ৪ জনকে অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





আরো খবর