শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৭:২৩ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮ ০৪:০৩:৫৮ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

গ্যাসের চুলা থেকে মায়ের গায়ে আগুন, নেভাতে গিয়ে ছেলেও দগ্ধ

রাজধানীর মগবাজার নয়াটোলায় গ্যাসের চুলা থেকে আগুনে মা-ছেলে দগ্ধ হয়েছেন। এরা হলেন, রওশন আরা বেগম (৬৫) ও তার ছেলে আতিকুল ইসলাম (৩৫)। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। মগবাজার নয়াটোলার ১৪৪-এ নম্বর টিনসেড বাসায় থাকেন তারা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আতিকুল। দগ্ধ আতিকুলের ভাবি নাজমা বেগম শীর্ষনিউজকে জানান, সন্ধ্যায় রওশন আরা রান্না ঘরে গ্যাসের চুলা চালু করে তার উপরে ভেজা জামা-কাপড় শুকাতে দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। তার চিৎকার শুনে পাশের রুম থেকে রান্না ঘরে ছুটে গিয়ে আতিকুল তার মা রওশনের গায়ের আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নেভাতে পারলেও এসময় তিনিও দগ্ধ হন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া শীর্ষনিউজকে এসব তথ্য নিশ্চিত করে জানান, রওশনের দুই হাত, পাসহ শরীরের কিছু অংশ ও আতিকুলের দুই হাতে ও পায়ে দগ্ধ হয়েছে। তাদেরকে বার্ণ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে





আরো খবর