শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ১০:৩৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৪০:৫১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

অর্ধকোটি ইয়েমেনি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে!

আর্ন্তজাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিল্ড্রেন জানিয়েছে, ইয়েমেনে আরও ১০ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এর আগে সংস্থাটি জানিয়েছিল, ইয়েমেনে ৪২ লক্ষাধিক শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। দাতব্য সংস্থাটি জানায়, ৫২ লাখেরও বেশি শিশু ইয়েমেনে দুর্ভিক্ষের কবলে পড়েছে। সেভ দ্য চিল্ড্রেন-এর প্রধান নির্বাহী হেলে থোরিং বলেন, ইয়েমেনের লাখ লাখ শিশু জানে না পরের বেলার খাবার কোথা থেকে আসবে কিংবা আসবে কি-না। উত্তর ইয়েমেনের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, শিশুরা এতই দূর্বল যে তারা কাঁদতে পর্যন্ত পারছে না। ক্ষুধা তাদের সর্ম্পূর্ণ শরীরকে নিস্তেজ করে দিয়েছে। তিনি জানান, এই যুদ্ধ ইয়েমেনের পুরো একটা প্রজন্মকে মেরে ফেলতে পারে। কারণ এই শিশুদেরকে বোমা থেকে শুরু করে ক্ষুধা আর নানা রোগসহ বহুমূখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সূত্র: বিবিসি





আরো খবর