শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল, ১৪৪৫ | ১২:২২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ ০৬:২২:৪০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

মিয়ানমার জেনারেলের ওপর কানাডার অবরোধ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সেনাবাহিনীর মেজর জেনারেল মং মং সোয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। শুক্রবার সিবিসি নিউজকে এ তথ্য জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী চিরিস্টিয়া ফ্রিল্যান্ড। রাখাইনে রোহিঙ্গাদের ওপর হামলা, নির্যাতন ও হত্যায় নেতৃত্ব দেয়ার জন্য কানাডার নতুন বিদেশি মানবাধিকার আইন অনুযায়ী এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এই অবরোধের কারণে কানাডায় কোনও অর্থ লেনদেন বা সেখানে ভ্রমণ করতে পারবেন না ওই জেনারেল। জব্দ করা হবে সেখানে থাকা তার সব ব্যাংক অ্যাকাউন্ট। ফ্রিল্যান্ড বলেন, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার জন্য মং মং সোয়ের দায় রয়েছে। তার নেতৃত্বাধীন অভিযানে সাড়ে ছয় লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। এর আগে, গত বছর একই অভিযোগে সোয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন।





আরো খবর