শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৩:৫৬ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮ ০৪:২৩:২৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

পেরুতে শক্তিশালী ভূমিকম্প: নিহত ১, আহত ৬৫

পেরুর দক্ষিণ-পশ্চিমাঞ্চল উপকূলে শক্তিশালী ভূমিকম্পের্ আঘাতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৬৫ জন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৪টা ১৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত আনে। ভূমিকম্পের আঘাতে অনেক ভবন ধসে পরে। সেই ভবনের ধ্বংসাবশেষেই মৃত্যু হয় অন্তত একজনের। নিহতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আকারি থেকে ৪০ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুসিংকি বলেছেন, ইতোমধ্যে উদ্ধারকারী দলগুলো তাদের কাজ শুরু করেছে। একইসঙ্গে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখছেন তারা। প্রত্যন্ত অঞ্চলেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তা আটকে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। এর আগে, পেরুতে একটি খনি দুর্ঘটনায় ১৭ জন আটকা পড়ে। তাদের খোঁজ এখনও জানা যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, গত এক শতকে ১৩ বার ৬.৫ মাত্রার বেশি ভূমিকম্প হয়েছে।





আরো খবর