শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল, ১৪৪৫ | ১২:৩৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৭ ডিসেম্বর ২০১৭ ০৩:২৭:০৪ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ইউরোপকে ধ্বংস করছে ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়নকে ইউরোপের জন্য ‘দুর্যোগ’ এবং ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন ইউরোপের ডানপন্থী নেতারা। শনিবার চেক প্রজাতন্ত্রের প্রাগে এক সম্মেলনে ফ্রান্সের মেরিন লে পেন, জাপানের টোমিও ওকামুরা এবং ডাচ রাজনীতিক গির্ট উইলডারস জানান, ইউরোপে কোনো ভবিষ্যৎ নেই। ইউরোপের অবকাঠামোর উন্নয়ন আবশ্যক উল্লেখ করে ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্টের নেতা মেরিন লে পেন জানান, আমরা ইউরোপকে ভালবাসি, আমাদের অভিযোগ হলো ইউরোপকে ধ্বংস করছে ইউরোপীয় ইউনিয়ন। তিনি আরও বলেন, আমরা বিদেশ নিয়ে আতঙ্কিত নই, আমরা ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতা করছি। আমি মনে করি এটা সাধারণ একটা ব্যাপার। কারণ, ইউরোপীয় ইউনিয়ন একটি বিপজ্জনক সংগঠন, যা অভিবাসী-সংক্রান্ত ব্যাপারে আমাদের মহাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, নিজ নিজ দেশের মাধ্যমে আমাদের বৈচিত্র রক্ষা করা দরকার। এদিকে গির্ট উইলডারস জানান, ইউরোপের বিভিন্ন জাতি রাজ্যের ক্ষেত্রে অস্তিত্বের হুমকির কারণ ইউরোপীয় ইউনিয়ন। তিনি আরও জানান, অভিবাসীদের ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করা যেতে পারে। এসপিডি নেতা, ধনাঢ্য ব্যবসায়ী এবং রাজনীতিবিদ টোমিও ওবামুরা ইউরোপীয় ইউনিয়নের নিন্দা করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের মডেল অচল হয়ে গেছে এবং তা সংস্কার করা দরকার।





আরো খবর