শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল, ১৪৪৫ | ০১:১১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ ০৪:২৫:০৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান ও ট্যাংক হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকার দুটি নিরাপত্তা চৌকির ওপর বিমান ও ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। বরাবরের মতোই ইসরাইল দাবি করেছে, গাজা থেকে ছোঁড়া রকেটের জবাবে তারা এই হামলা চালিয়েছে। গাজা থেকে এ ধরনের হামলার জন্য ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করেছে ইসরাইল। তবে হামাস এ সম্পর্কে এখনো কোনো বক্তব্য দেয় নি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী বলে স্বীকৃতি দেয়ার পর এই হামলা হলো। ট্রাম্পের ঘোষণার আগে ও পরে সারা বিশ্ব থেকে সতর্ক করা হয়েছে, এ ধরনের উদ্যোগের ফলে ফিলিস্তিনে ভয়াবহ অস্থিতিশীলতা দেখা দেবে। তবে সব বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। পাশাপাশি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়ার কথাও বলেছেন ট্রাম্প।





আরো খবর