বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল, ১৪৪৫ | ০২:৫৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮ ০৪:০০:৪৭ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

গৃহবধু হত্যার দায়ে স্বামীসহ ৬ জনের মৃত্যুদন্ড

যৌতুকের জন্য গৃহবধু সামিনাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ছয়জনকে মৃত্যুদন্ডের সাজা দিয়েছেন আদালত। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শরীফ উদ্দিন এ রায় দেন। মৃত্যুদন্ড পাওয়া ছয় আসামি হলেন সামিনার স্বামী জাফর, জাফরের বোন রোকেয়া, আব্দুর রহিম, খালেক, ফেলা মিয়া ও জাহাঙ্গীর। দ-প্রাপ্তদের মধ্যে জাফর ছাড়া বাকি আসামিরা পলাতক। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মৃত্যুদন্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদ- দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, ধামরাইয়ের দক্ষিণপাড়ায় ২০০৫ সালের ৭ই জুন মাত্র ১০ হাজার টাকা যৌতকের জন্য সামিনাকে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিনা। এ ঘটনায় নিহত সামিনার মা নাজমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালতে বিচারকালে আসামিদের বিরুদ্ধে ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন।





আরো খবর