শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ১২:৩৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২৮ অক্টোবর ২০১৭ ০৬:৫০:৩৬ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

১৮ মাসে ছয় মাইল!

মন্থরতা, অলসতার তুলনা দিতে গেলে কচ্ছপ গতি প্রবাদটির কথাই চলে আসে। মূলত গতির ধীরতার কারণেই কচ্ছপের উদহারণ চলে এসেছে মানব সমাজে। ইংল্যান্ডের ব্রিস্টলের একটি পোষা কচ্ছপ সেই ধীর গতির প্রমাণ আবারও দিয়েছে। ১৮ মাসে কচ্ছপটি পাড়ি দিয়েছে মাত্র ছয় মাইল পথ! ১৬ বছর বয়সী স্ট্যাভি নামের কচ্ছপটির মালিক উত্তর-পশ্চিম ব্রিস্টলের ব্রেন্ট্রি এলাকার বাসিন্দা বারনেস। গত বছরের মে মাসে বাগান থেকে হঠাৎ করে উধাও হয়ে যায় স্ট্যাভি। বারনেসের পরিবার কচ্ছপটিকে তন্ন তন্ন করে খুঁজেও কোনো হদিস পায়নি। তারা অবশ্য এক পর্যায়ে স্ট্যাভির খোঁজ পাওয়ার ব্যাপারে আশাই ছেড়ে দিয়েছিলেন। ১৮ মাস পর চলতি সপ্তাহে ভেটসপেটস নামে কিংসউড এলাকার একটি পশু হাসপাতাল কর্তৃপক্ষ স্ট্যাভিকে খুঁজে পায়। পরে তার দেহে সংযুক্ত মাইক্রোচিপ পরীক্ষা করে এর মালিক বারনেসের ঠিকানা জানতে পারে তারা। পরে তারা বারনেসের সঙ্গে যোগাযোগ করে কচ্ছপটি হস্তান্তর করে। এই ১৮ মাসে স্ট্যাভি পাড়ি দিয়েছে ছয়টি পার্ক এবং একটি মহাসড়কের কিয়দংশ। একজন স্বাভাবিকের মানুষের এই ছয় মাইল দূরত্ব হেটে পাড়ি দিতে সময় লাগে প্রায় দুই ঘন্টা। কচ্ছপ গতি তাই একেই বলে!





আরো খবর