শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৫:৩৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮ ০৭:১৩:৫৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

মিমের নতুন চমক

শুক্রবার সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে রাজনৈতিক গল্পের ছবি ‘আমি নেতা হব’ মুক্তি পেয়েছে। উত্তম আকাশের পরিচালনায় এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এর আগে এ ধরনের গল্পের ছবিতে কাজ করেননি এ অভিনেত্রী। ছবিটি দেখার জন্য বেশ কয়েকটি সিনেমা হলে গিয়েছিলেন বলে মিম জানান। ছবি মুক্তির অনুভূতি জানতে চাইলে এ নায়িকা বলেন, আমি যখন গত শুক্রবার মধুমিতা সিনেমা হলে সন্ধ্যার শোতে গেলাম তখন আমার খুব ভালো লেগেছে। প্রচুর দর্শক ছবিটি দেখতে এসেছিলেন। এক কথায় হাউজফুল। বাইরে পরের শোর জন্যও অনেকে দাঁড়িয়েছিলেন। এটা দেখে বেশ ভালো লেগেছে। আর দীর্ঘদিন পর আমার ও শাকিব খানের একটি ছবি মুক্তি পেয়েছে। দর্শকের একটা আলাদা আগ্রহ তো থাকবেই, এটাই আশা করেছিলাম। বিশেষ করে এ ছবির ‘চুম্মা’ ও ‘লাল লিপস্টিক’ শিরোনামের দুটি গান ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে। সিনেমা শুরুর আগে অনেকে গানটি গুনগুন করে গাইছিল বলেও জানান তিনি। আর দর্শকের সঙ্গে বসে দীর্ঘদিন পর নিজের ছবি দেখতে পেরেও খুব আনন্দিত মিম। সামনে সৈকত নাসিরের ‘পাষাণ’ ও তারেক শিকদারের ‘দাগ’ নামে দুটি ছবি মুক্তি পাবে মিমের। এরই মধ্যে এ ছবি দুটির সব কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন তিনি। তবে নতুন চমক হিসেবে আর একটি খবর দিলেন বিদ্যা সিনহা মিম। টলিউডের জনপ্রিয় নায়ক জিতের বিপরীতে বাংলাদেশের নুসরাত ফারিয়ার পর এবার নায়িকা হিসেবে ক্যামেরার সামনে আসছেন তিনি। নতুন এ ছবির নাম ‘সুলতান’। ছবি প্রসঙ্গে মিম বলেন, বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ’স ফিল্ম ওয়ার্কসের যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হবে। গত বৃহস্পতিবার রাতে জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে ছবিটিতে চুক্তি স্বাক্ষর করেছেন মিম। নতুন ছবিটি নিয়ে তিনি আরো বলেন, এর আগেও জিতের বিপরীতে একটি ছবিতে কাজ করার কথা ছিল। আমার অনেক পছন্দের একজন হিরো জিৎ। তবে প্রথম যখন প্রস্তাব পেয়েছিলাম ওই সময় আমার আরেকটি ছবির শুটিং থাকার কারণে তার সঙ্গে আর কাজ করা হয়নি। অবশেষে এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আগামীকাল রাতে কলকাতায় যাব আমি। সেখানে শুরু হবে নতুন ছবি ‘সুলতান’-এর শুটিং। ছবির নাম থেকে মনে হচ্ছে এর গল্পে নায়কের বেশি প্রাধান্য থাকবে- আসলে কি তাই? মিম এ প্রসঙ্গে বলেন, আসলে ছবিটার গল্প পারিবারিক। একটা পরিবারের অনেক ঘটনা থাকে। সেখান থেকে নানান বিষয় ওঠে আসবে। গল্প নিয়ে এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না। আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে কলকাতায় এ ছবির প্রথম ধাপের শুটিং শুরু হবে বলে জানান মিম। ওখানে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং শেষে ঢাকায় ফিরবেন তিনি। এরপরের শিডিউল নিয়ে জানতে চাইলে এ অভিনেত্রী এককথায় বলেন, আগামী মার্চ মাস থেকে দ্বিতীয় ধাপে এ ছবির শুটিং হবে। পর্যায়ক্রমে ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশে এ ছবির শুটিং হবে। ‘সুলতান’ ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন ভারতের পরিচালক রাজা চন্দ ও বাংলাদেশের আবদুল আজিজ। ঢাকাই ছবির অনেকেই বছরে বেশকিছু ছবিতে সাইন করছেন। তাহলে মিম এখন কম কাজ করছেন কেন জানতে চাইলে বলেন, বেছে বেছে কাজ করার কারণে আমার হাতে কম কাজ থাকে। আমি ছবির গল্পটা আগে শুনতে চাই। তারপর নায়ক বা অন্য কিছু। প্রথমে ছবির গল্পটা আমার ভালো লাগতে হবে। তা না হলে কাজ করে লাভ নেই বলে মনে করি আমি। এটা সিনেমার সবাই জানেন। অনেক ছবিই পাচ্ছি। কিন্তু ভালো গল্প, ভালো পরিচালক না হলে কাজ করছি না।





আরো খবর