শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৭:১০ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০১৭ ১০:৩৯:৫১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

জেএসসি’র বিজ্ঞানেরও প্রশ্নপত্র ফাঁস

ঢাকা : জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) বৃহস্পতিবার ৯ নভেম্বর অনুষ্ঠিত বিজ্ঞান পরীক্ষায়ও প্রশ্নও ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞানের বিষয়ের প্রশ্ন পাওয়া যায়। ভুয়া প্রশ্ন দিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে কিনা তা নিশ্চিত হতে মূল পরীক্ষার প্রশ্নের সঙ্গে এটি মিলিয়ে দেখা হয়। তাতে ফাঁস হওয়া প্রশ্ন ও মূল প্রশ্নের সঙ্গে এর হুবহু মিল পাওয়া যায়। এদিন সকালে পরীক্ষার এক ঘণ্টা আগে রাজধানীর একটি স্কুলের সামনে সরেজমিনে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্নের উত্তর খুঁজতে দেখা গণমাধ্যমকর্মীরা। অভিবাবকদের জিজ্ঞাসা করতেই তারা তা লুকিয়ে ফেলেন। পরীক্ষা শেষের কিছুক্ষণ পর এক অভিভাবক মুখ খোলেন। তবে তার দাবি, ফাঁস হওয়া প্রশ্ন পাননি। অন্য অভিভাবকের বরাতে তিনি বলেন, ‘আমি দেখেছি তারা প্রশ্ন পেয়েছে। তারা উত্তর খুঁজে তাদের সন্তানকে বলে দিচ্ছেন।’ ১ নভেম্বর থেকে সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এদিন থেকেই এ পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই পাওয়া যাচ্ছে ফেসবুক ও হোয়াট্স অ্যাপ গ্রুপে। ১ নভেম্বর বাংলা প্রথম পত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৭ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের পরীক্ষা। এর সবগুলো পরীক্ষারই প্রশ্নপত্র পাওয়া গেছে পরীক্ষার অন্তত ১ ঘণ্টা আগেই।





আরো খবর