Sunday, 22 Dec 2024 | 01:38 am (GMT)
Headlines :
  • New Iran sanctions appear as old sanctions lift for nuclear deal compliance
Thursday, 17 Sep 2020, 09:19 am Zoom In Zoom Out No icon

জবানবন্দি নিতে রবিউলকে আদালতে আনা হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় পুলিশের দাবি অনুযায়ী মূল হামলাকারী রবিউল। ছয় দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আদালতে তোলা হয়। রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে পুলিশ জানিয়েছে।

র‌বিউলকে আদালতে তোলার আগে বৃহস্পতিবার সকাল থে‌কে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হ‌য়। কড়া পুলিশ প্রহরায় বেলা ১১টার দিকে কা‌লো মাইক্রোবাসে করে র‌বিউলকে আদালতে নিয়ে যান পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগমের আদালতে।

Source: Prothom Alo