সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৩৬

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০১৭ ০৪:২৯:০০ অপরাহ্ন

কর বাহাদুর পরিবার’ সম্মাননা পাচ্ছে ৮৪ পরিবার

দেশের ৮৪টি পরিবার পাচ্ছে ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা। সারা দেশে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠা এবং কর প্রদানে পারিবারিকভাবে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সূত্র জানিয়েছে। ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে প্রত্যেক পরিবারের প্রধানের নামে একটি ক্রেস্ট এবং একটি সম্মাননা সনদ দেওয়া হবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে উপস্থাপন করা হলে তিনি তাতে সম্মতি দেন। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে। চলতি ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটের আগে রাইজিংবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল প্রত্যেক বাজেটেই কিছু না কিছু চমক থাকে। আসন্ন বাজেটে নতুন কি থাকছে। এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছিলেন, আমাদের দেশ রাজস্ব আদায়ের দিক থেকে পার্শ¦বর্তী দেশগুলো থেকে অনেক পিছিয়ে রয়েছে। দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে হলে আমাদের রাজস্ব আয় বাড়াতে হবে। দেশের মানুষকে আয়কর দিতে উদ্বুদ্ধ করতে যে পরিবারের সব সদস্য আয়কর পরিশোধ করবে তাদেরকে ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে সম্মাননা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায়ও বিষয়টি তুলে ধরেছিলেন। সূত্র জানায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় একই পরিবারের সব সদস্য দীর্ঘসময় ধরে আয়কর দিলে সে পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। দেশে প্রথমবারের মত তার ওই ঘোষণা বাস্তবায়নের উদ্দেশ্যে একই পরিবারের সব সদস্য যারা ২০১৬-২০১৭ কর বছর পর্যন্ত দীর্ঘকাল নিয়মিতভাবে আয়কর প্রদান করে আসছেন- এমন পরিবারের তথ্য সংগ্রহের পদক্ষেপ নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য সব কর অঞ্চলে চিঠি পাঠানো হয় এবং পরিবারের পক্ষে থেকে আবেদন আহ্বান করে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। সূত্র আরো জানায়, সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে ১২টি পরিবার আবেদন করে। এছাড়া সব কর অঞ্চলের আওতাধীন প্রতি জেলা থেকে একটি পরিবারকে মনোনীত করে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। সূত্র জানায়, দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে প্রাপ্ত আবেদনগুলো এবং প্রতিটি কর অঞ্চল থেকে প্রাপ্ত তথ্য এনবিআর পর্যালোচনা করে। আয়কর প্রদানে পরিবারের সদস্যদের ধারাবাহিক অবদান ও পরিবারের সদস্য সংখ্যা ‘কর বাহাদুর পরিবার’ মনোনয়নের জন্য বিবেচনা করা হয়েছে। করদাতার সংখ্যা বিবেচনা করে ২০১৬-২০১৭ কর বছরে ঢাকা থেকে ১৬টি পরিবার, চট্টগ্রাম থেকে ৮টি পরিবার, অবশিষ্ট প্রতিটি জেলা থেকে ১টি করে পরিবারসহ মোট ৮৪টি পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ মনোনয়নের জন্য সুপারিশ করা হেেছ। তবে একই পরিবারের সব সদস্য দীর্ঘ দিন ধরে আয়কর প্রদান করেন- এমন পরিবার না পাওয়ায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কোন ‘কর বাহাদুর পরিবার’ মনোনীত করা যায়নি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com