মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৩০

প্রকাশিতঃ শুক্রবার, ০৪ জানুয়ারী ২০১৯ ০৭:৩১:৩৬ পূর্বাহ্ন

কমেছে সবজির দাম

রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় সবজির দাম প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। শুক্রবার রাজধানীর জিগাতলা, রায়েরবাজার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১০ টাকা কমে ৫০ টাকা, টমেটো ৪০ টাকা,বরবটি ৮০ টাকা, সিম ৪০ টাকায়। প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৫০ টাকা, দেশি গাজর ৬০ টাকা, আলু ৩০ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ৪০ টাকা, প্রতি পিস ফুলকপি ৩০ টাকা। ধনিয়া পাতা এক আঁটি ১০ টাকা, কাচা কলা হালি ৩০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে ৭০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লেবু প্রতি হালি ২০ টাকায় পাওয়া যাচ্ছে। এদিকে, ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৪৫ টাকা, কক মুরগি ২২০ টাকা কেজি, পাকিস্তানি মুরগি ২৪০ টাকা কেজি। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com