শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৪৯

প্রকাশিতঃ রোববার, ২০ ডিসেম্বর ২০২০ ০৪:৪৮:১৬ অপরাহ্ন

টেস্ট ক্রিকেটে ভারতের লজ্জার ইতিহাস

লিড নিয়ে অ্যাডিলেট টেস্টে দ্বিতীয় দিন বেশ স্বস্তি নিয়ে শেষ করেছিল ভারত। অথচ তৃতীয় দিন গড়াতেই মুদ্রার উল্টো পিঠ দেখল বিরাট কোহলির দল। পেল নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা।

আজ শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২১.২ ওভারে ৩৬ রানে থামল সফরকারীরা। এটাই ভারতের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর। এর আগে টেস্টে এক ইনিংসে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৪২ রান। সেটা ছিল ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ৪৬ বছর পর এবার নতুন লজ্জায় ডুবল ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে এটা সপ্তম দলীয় সর্বনিম্ন স্কোর। এই তালিকায় সবার উপরে আছে নিউজিল্যান্ড। ১৯৫৫ সালে ২৬ রানে অলআউট হয়েছিল কিউইরা।

গতকাল শুক্রবার অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদবের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ১৯১ রানেই থামিয়ে দেয় ভারত। ৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কোহলির দল। 

আজ এক উইকেটে নয় রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ে নাজেহাল অতিথিরা। প্যাট কামিন্স আর হ্যাজেলউডের তাণ্ডবে ১০-এর ঘর পার করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। তাঁদের রান সংখ্যা যথাক্রমে ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪। অধিনায়ক কোহলিও করেন চার রান। ভারত অবশ্য অলআউট হয়নি। শেষ ব্যাটসম্যান মোহাম্মদ শামি রিটায়ার্ড হার্ট হয়েছেন। তবুও লজ্জার রেকর্ডের তালিকায় নাম উঠল কোহলিদের। আগের দিনের লিডসহ অস্ট্রেলিয়াকে ৯০ রানের লক্ষ্য দিল ভারত। 

বল হাতে আগুন ঝরানো হ্যাজেলউড পাঁচ ওভার বোলিং করে মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। আরেক বোলার প্যাট কামিন্স ১০.২ ওভার বোলিং করে নিয়েছেন চার উইকেট।

টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ

১. ভারত ৩৬/১০ - প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০২০)

২. ভারত ৪২/১০ - প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৭৪)

৩.  ভারত ৫৮/১০ - প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (১৯৪৭)

৪. ভারত ৫৮/১০ - প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৫২)

৫. ভারত ৬৬/১০ - প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (১৯৯৬)

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস : ২৪৪

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৯১

ভারত ২য় ইনিংস : (আগের দিন শেষে ৯/১) ২১.২ ওভারে ৩৬ (আগারওয়াল ৯, বুমরাহ ২, পুজারা ০, কোহলি ৪, রাহানে ০, বিহারী ৮, ঋদ্ধিমান ৪, অশ্বিন ০, উমেশ ৪, শামি ১ (আহত অবসর); স্টার্ক ৬-৩-৭-০, কামিন্স ১০.২-৪-২১-৪, হ্যাজেলউড ৫-৩-৮-৫)।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com