সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:০২

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯ ০৩:৪৭:২৭ অপরাহ্ন

ভারতকে ১৫৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে টাইগাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে লিড নেয় টাইগাররা। সমতায় ফিরাতে মরিয়া রোহিতরা। দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে নামা লিটন দাশ ও মোহাম্মদ নাঈম শেখ নেমে লাল-সবুজদের উড়ন্ত সূচনা এনে দেন। ৭.২ ওভারে ৬০ রান তোলেন তারা। এর আগে ষষ্ঠ ওভারে যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে স্টাম্পিং হয়েও বেঁচে যান লিটন। ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্ত স্টাম্প থেকে এগিয়ে এসে বল ধরেন। তবে অষ্টম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাশ। ২১ বলে ৪টি চারে ২৯ করার পর ঋষভ পন্ত তাকে রান আউট করেন। ১১তম ওভারে দারুণ খেলা মোহাম্মদ নাঈম শেখ ফেরেন। ওয়াশিংটন সুন্দরের বলে উড়িয়ে মারতে গিয়ে তিনি শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দেন। ৩১ বলে ৫টি চারে ৩৬ করেন এই বাঁহাতি। প্রথম ম্যাচের হাফসেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম এদিন সুবিধে করতে পারেননি। ১৩তম ওভারে ওভারের প্রথম বলে যুজবেন্দ্র চাহালকে তুলে মারতে গিয়ে ব্যক্তিগত ৪ রানে আউট হন। পরে একই ওভারের ষষ্ঠ বলে স্টাম্পিং হন দারুণ খেলতে থাকা সৌম্য সরকার। ২০ বলে ২টি চার ও এক ছক্কায় ৩০ করেন তিনি। ১৭তম ওভারের তৃতীয় বলে বিদায় নেন আফিফ হোসেন। ২১ বলে ৩০ রান করে ফিরে রিয়াদ। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com