রোববার, ০৫ মে ২০২৪, ০৭:৫১

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ ০৩:০১:৪৪ পূর্বাহ্ন

অধিনায়ক হিসেবে মাশরাফির বিকল্প নেই: পাপন

মাশরাফি বিন মুর্তজা জাতীয় দল থেকে অবসর নিলে তার মতো একজন বিচক্ষণ অধিনায়ক অদূর ভবিষ্যতে পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্টসন্দেহ রয়েছে। মাশরাফির উত্তরসূরি খুঁজে পাওয়া প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, অধিনায়ক হিসেবে মাশরাফি আর খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানের বিকল্প নেই। আমরা খুঁজলে হয়তো ভালো মানে অনেক ক্রিকেটার পেতে পারি। তবে এই দুজনের বদলি পাব কি না আমার সন্দেহ। বিশ্বকাপে মাশরাফির পারফরম্যান্স নিয়ে বুধবার সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, সেদিক থেকে চিন্তা করলে মাশরাফি আমাদের অধিনায়কই ছিল। বিশ্বকাপে সে ভালো নাও করতে পারে এটা আমরা আগেই জানতাম। এমন কন্ডিশনে সে বল হাতে ভালো করবে এটা আমি আশাও করিনি। তিনি আরও বলেন,ইংল্যান্ডের কন্ডিশনের পিচ থেকে মাশরাফির সুবিধা পাওয়ার কোনো উপায় নেই! ওখানকার ফ্ল্যাট উইকেট, বাউন্সি, পেসও কম। সেদিক থেকে আমি বলব সে চেষ্টা করেছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com