শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৫৯

প্রকাশিতঃ রোববার, ১৭ মার্চ ২০১৯ ০৩:০০:৪০ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছে টাইগাররা

ক্রাইস্টচার্চে দুই মসজিদে নৃশংস বন্দুক হামলার ঘটনায় নিউজিল্যান্ডে শেষ টেস্ট বাতিল হওয়ার পর দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রাইস্টচার্চ থেকে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগারদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে। এর আগে স্থানীয় সময় শনিবার দুপুরে দেশের উদ্দেশে নিউজিল্যান্ড ছাড়ে টাইগাররা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ হামলার খবর আসার পর থেকেই উৎকণ্ঠায় ছিল গোটা বাংলাদেশ। কারণ এই শহরেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। টেস্টের ভেন্যু হ্যাগলি ওভালের পাশের যে মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা, সেখানেই প্রথম হামলার ঘটনা ঘটে। মসজিদে পৌঁছতে একটু দেরি হওয়ায় প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা। পরে সেখান থেকে স্টেডিয়াম হয়ে সবাই নিরাপদে হোটেলে ফিরে যান। ক্রিকেটাররা নিরাপদে আছেন জানতে পেরে স্বস্তি ফিরে গোটা দেশে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com