শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:১৯

প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯ ০৪:২৩:০৮ পূর্বাহ্ন

রাব্বিকে প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষের ব্যাটসম্যান

তারকা ভরপুর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৮ রানে হারিয়েছেন মেহেদী মিরাজের রাজশাহী কিংস। ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ১১ বল বাকি থাকতেই সবকটি উইকেট হারায় কুমিল্লা। রাজশাহীর পেসার কামরুল ইসলাম রাব্বি তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ড্যাসিং ওপেনার তামিম ইকবালের মহামূল্যবান উইকেট নিয়ে শুরু- তারপর একে একে তুলে নেন ভিক্টোরিয়ান্সের ইংলিশ তারকা লিয়াম ডশন, পাকিস্তানি ব্যাটসম্যান ‘বুমবুম’ আফ্রিদি ও বাংলাদেশ জাতীয় দলের তারকা মোহাম্মদ সাইফুদ্দিনের উইকেট। রাব্বির শেষ ওভারটি ছিল অসাধারণ। মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট। টানা দুই বলে ডশন ও সাইফুদ্দিনকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন। রাব্বির এমন বোলিংয়ের পর তাকে প্রশংসায় ভাসালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান শামসুর রহমান। মিরপুরে রাব্বির টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং নিয়ে সংবাদ সম্মেলনে শামসুর বলেছেন, ‘রাব্বি সব সময় ভালো বোলার। বাংলাদেশের হয়ে টেস্ট, ওয়ানডে সবই খেলেছে। আমি মনে করি, ডিফারেন্ট অ্যাটিচ্যুড নিয়ে এই বিপিএলে ওকে দেখছি। প্রথম দিকে ম্যাচ খেলেনি, যখন সুযোগ পেল ভালো করছে। যে সময়ে টিমের দরকার সে সময়ে ব্রেক ত্রু আনছে। আশা করি সে আরো ভালো করবে। রাব্বি খুব ফর্মে আছে। স্লোয়ার, ইয়র্কার নিখুঁত হয়েছে। টিমের জন্য ওর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ’ হারের জন্য নিজেদেরই দুষছেন শামসুর। পাশাপাশি কৃতিত্ব দিচ্ছেন প্রতিপক্ষের বোলারদেরও, ‘আসলে টি-টোয়েন্টির জন্য এইসব রান তাড়া করা সম্ভব, আমার মনে হয়। দুর্ভাগ্য, আমরা ভালো খেলতে পারিনি। সব কৃতিত্ব রাজশাহী কিংসের। তাদের দুজন ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছে। শেষের দিকে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি। এই কারণে ওদের ১৪০ বা ১৫০ এর মধ্যে আটকাতে পারিনি। ’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com