শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:০১

প্রকাশিতঃ সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ ০৪:৫৯:৩১ অপরাহ্ন

সহজ ম্যাচ কঠিন করে জিতল চিটাগাং

বিপিএলের ২৪তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল চিটাগাং ভাইকিংস। ১৪০ রানে টার্গেটে ব্যাট করতে নেমে এক বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় চিটাগাং। সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ১৩৯ রানেই গুটিয়ে গেল ঢাকা ডায়নামাইটস। জবাবে ব্যাট করতে নেমে কঠিন ম্যাচ পাহাড়সম করে ফেলে চিটাগাং। ম্যাচের শেষ বলে ছক্কা মেরে জয় নিয়ে মাঠ ছাড়েন ফ্রাইলিঙ্ক। ঢাকা ডায়নামাইটসের সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ২৯ রান করেন শুভাগত হোম চৌধুরী। আবু জায়েদ রাহী, ক্যামেরন ডেলপোর্ট ও রবি ফ্রাঙ্কলিংকের বোলিংয়ের সামনে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রানের বেশি করতে পারেনি তারকা নির্ভর দল ঢাকা ডায়নামাইটস। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসেই রনি তালুকদারকে বোল্ড করেন ফ্রাঙ্কলিংক। শূন্য রানে ফেরেন রনি। নিজের দ্বিতীয় ওভারে অন্য ওপেনার সুনীল নারিনকে ১৮ রানের বেশি করতে দেননি ফাঙ্কলিংক। রবি ফ্রাঙ্কলিংকের পর আবু জায়েদ রাহীর আঘাত। চিটাগং ভাইকিংসের এই দুই পেসারের গতির মুখে পড়ে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা ঢাকা ডায়নামাইটস। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসেই ডায়নামাইটসের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিনো খান ও আফগানিস্তানের দারিশ রাসুলিকে ফেরান রাহী। ঢাকার হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমে ১৮ রানে ফেরেন হিনো খান। অন্যদিকে শূন্য রানে ফেরেন রাসুলি। এর আগে সিলেট সিক্সার্সের বিপক্ষে ১৯ রান করেন এই আফগান। ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া ঢাকা ডায়নামাইটসকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। পঞ্চম উইকেটে তাড়া ৩৯ রান যোগ করেন। এরপর মাত্র ৫ রানের ব্যবধানে নেই সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও আন্দ্রে রাসেলের উইকেট। ইনিংসের ১৫তম ওভারে ক্যামেরন ডেলপোর্টের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাকিব আল হাসান। তার আগে ৩৪ বলে ৩৪ রান করেন সাকিব। ডেলপোর্টের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৮ বলে ২৭ রান করেন সোহান।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com