বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:২২

প্রকাশিতঃ শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮ ০২:৩৮:১১ পূর্বাহ্ন

খেলাটা মাশরাফির কাছে সব সময়ই প্রাধান্য পাবে: নাজমুল হাসান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৩০ ডিসেম্বর হবে নির্বাচন। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলে মাশরাফি নিশ্চিত নির্বাচন করবেন। ঠিক একই সময়ে চলবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। নির্বাচনকালীন সময়ে স্বাভাবিকভাবে নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত থাকার কথা মাশরাফির। সময় দেওয়ার কথা নড়াইলে। সেক্ষেত্রে মাশরাফি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিভাবে খেলবেন আবার সিরিজের প্রস্তুতিই বা কিভাবে নিবেন? গুঞ্জন উঠেছে মাশরাফি নাকি নির্বাচনের জন্য সিরিজ খেলবেন না? বিষয়টি গুঞ্জনই থেকে গেল। কারণ বোর্ড সভাপতি স্পষ্ট করে জানিয়েছেন, একদিনের জন্যও যদি সময় থাকে সে অবশ্যই খেলবে ।’ জিম্বাবুয়ে টেস্টে হারানোর পর মিরপুরে নাজমুল হাসান পাপন মুখোমুখি হন গণমাধ্যমে। মাশরাফির ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে বোর্ড সভাপতি বলেন, ‘কঠিন প্রশ্ন। ওর মনোনয়ন ফরম জমা দেওয়ার একটা তারিখ আছে। কবে পূরণ করবে, ওখানে ওর কর্মসূচি কী, ঠিক জানি না। আজ ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। তখন বিস্তারিত কথা হবে। যদি সুযোগ থাকে সে অবশ্যই খেলবে। একদিনের জন্যও যদি সময় থাকে সে অবশ্যই খেলবে। খেলাটা ওর কাছে সব সময়ই প্রাধান্য পাবে।’’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ৯, ১১ ও ১৪ ডিসেম্বর। সামনেই বিশ্বকাপ। এর আগে নির্বাচন, প্রকাশ্যে রাজনীতিতে অংশগ্রহণ মাশরাফির খেলায় কতটুকু প্রভাব পড়বে? পাশাপাশি পূর্ণ মনোযোগ রেখে কি খেলতে পারবেন মাশরাফি? বোর্ড সভাপতি কি মনে করছেন? ‘এটা ঠিক মনে করি না। সাকিবও করতে চেয়েছিল। এসব কথা চিন্তা করে, যেহেতু সে আরও চার-পাঁচ বছর খেলবে। সাকিবকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ঠিক আছে তুমি খেলো।’ মাশরাফির ব্যাপারটা ভিন্ন। ও কতদিন খেলবে ঠিক নিশ্চিত না। ওর যে শারীরিক অবস্থা, এখনো যে খেলছে এটাই তো অনেক। সে খেলোয়াড় হিসেবে খেলে না, আমাদের দলে অধিনায়ক হিসেবে খেলে। ওর অধিনায়কত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ওর মতো অধিনায়ক খুঁজে পাচ্ছি না, পাবও না মনে হয়। সেদিক দিয়ে চিন্তা করলে বড়জোর বিশ্বকাপের পর হয়তো অবসরে যাবে। সেটি যদি হয় মাত্র কয়েক মাসের ব্যাপার। এটা হলে এর চেয়ে ভালো প্রস্থান আর কিছু হতে পারে না। কয়েক মাস পর অবসর নিলে সে এই সাড়ে চার বছর আর করবেটা কী? আরেকটি ক্ষেত্রে সে থাকল, যেখান সে ক্রীড়াক্ষেত্রে জোরাল অবস্থান রাখতে পারবে বলেই আমার বিশ্বাস।’’ মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ২০১৯ বিশ্বকাপ খেলবে। টি-টোয়েন্টি থেকে ২০১৭ সালে অবসরে যাওয়া মাশরাফি খেলছেন শুধু ওয়ানডে ফরম্যাট। কিছুদিন আগেই মাশরাফি নিজ থেকে বলেছেন, যেহেতু একটি ফরম্যাটে খেলেন, দেশকে একটিতে প্রতিনিধিত্ব করার সুযোগ পান কোনোভাবেই সেই সুযোগটি হাতছাড়া করতে চান না।’ সেক্ষেত্রে জাতীয় নির্বাচন তার কাছে বড় ইস্যু হতে পারে না। তাইতো বোর্ড সভাপতি আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, ‘খেলাটা মাশরাফির কাছে সব সময়ই প্রাধান্য পাবে।’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com