বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:০২

প্রকাশিতঃ সোমবার, ১২ নভেম্বর ২০১৮ ০৫:০৩:১৩ পূর্বাহ্ন

দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ

ঢাকা টেস্টের শুরুটা ভয়াবহ ব্যাটিং বিপর্যয় দিয়ে হলেও মুশফিক-মুমিনুলের দৃঢ়তায় তা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। গতকাল রবিবার প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০৩ রান তুলেছিল বাংলাদেশ। জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম এবং মুমিনুল হক। আজ দ্বিতীয় দিনে ব্যাটিং করছেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক-মাহমুদউল্লাহ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ২৬ রানে ৩ উইকেট হারানোর পর দলকে খাদ থেকে টেনে তুলেন মুশফিকুর রহিম এবং মুমিনুল হক। চতুর্থ উইকেটে গড়েন ২৬৬ রানের দুর্দান্ত জুটি। ১৫০ বলে ১২ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৭ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। দিনের খেলার শেষভাগে দলকে সুবিধাজনক অবস্থানে রেখে প্যাভিলিয়নে ফিরলেন মুমিনুল হক। তার ২৪৭ বলে ১৬১ রানের অসাধারণ ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি। মুমিনুলের পর সেঞ্চুরি হাঁকান মুশফিকও। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরিতে পৌঁছতে 'মি. ডিপেন্ডেবল' খেলেন ১৮৭ বল। হাঁকান ৮টি বাউন্ডারি। মুমিনুল আউট হওয়ার পর ৬ ওভার বাকী থাকায় অধিনায়ক মাহমুদউল্লাহর পরিবর্তে উইকেটে আসেন 'নাইটওয়াচম্যান' তাইজুল ইসলাম। ৪ রান করে জার্ভিসের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। রিভিউ জিতে তাইজুলকে প্যাভিলিয়নে পাঠায় জিম্বাবুয়ে। দিনের বাকী সময়টা দুই ভায়রা-ভাই মুশফিক-মাহমুদউল্লাহ নিরাপদে কাটিয়ে দেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com