রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৪০

প্রকাশিতঃ শনিবার, ২০ অক্টোবর ২০১৮ ০৯:০৩:০৬ পূর্বাহ্ন

পরাজয়টা আমরা খুব বেশি নিতে পারি না: মাশরাফি

একটা সময়ে জিম্বাবুয়ে ছাড়া বাকিদের সঙ্গে ক্রিকেটীয় লড়াইয়ে সেভাবে পেরে উঠত না বাংলাদেশ দল। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশে এবং বাইরে দুর্দান্ত খেলছে টাইগাররা। ক্রিকেট বিশ্বের পরাশক্তিধর দলগুলোর সঙ্গে পাল্লা দিয়েই লড়াই করছে বাংলাদেশ। যে কারণে জিম্বাবুয়ের মতো দুর্বল দলের সঙ্গে পরাজয় এখন কেউই মেনে নিতেপারেন না। এমনটিই বলছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রোববার থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজে জয়-পরাজয় যাই হোক তা মেনে নিয়ে আমরা হয়ত তিন থেকে চারটা প্লেয়ারকে খেলাতে পারতাম।তবে আমাদের কালচারে এটা সবাই কিভাবে নেবে সেটা মেটার করে। কারণ হারটা আমরা খুব সহজে নিতে পারি না। যখন টিম সিলেকশন হয় তখন এই জায়গাটায় আমাদের চিন্তায় থাকতে হয়। এটা নিয়ে আলোচনা না হলেও ব্যাকআপ মাইন্ডে অনেক কিছু থাকে।’ বাংলাদেশের অন্যতম সেরা এই অধিনায়ক আরও বলেন, ‘অন্য দেশে বিশ্বকাপের মতো বড় আসরের আগে তারা কিছু প্লেয়ারকে দেখে নিতে চায়। তখন তারা জয়-পরাজয়ের চেয়ে খেলোয়াড় তৈরি করে নেয়ায় বেশি গুরুত্ব দেয়। তবে আমাদেরও সেই মাইন্ড সেটাপে পরিবর্তন আসছে।’ ২০১৯ সালে বিশ্বকাপ। তার আগে দলে ব্যাকাপ তৈরি করতে ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার ফজলে মাহমুদ রাব্বিকে জিম্বাবুয়ে সিরিজে দলে নেয়া হয়েছে। দলে ফেরানো হয়েছেপেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে।দলে এসেই যে তারা ঘরোয়া ক্রিকেটের মতো রান পাবেন তা কিন্তু নয়। এমনটি জানিয়েমাশরাফি বলেন, ‘আসলে ঘরোয়া ক্রিকেটে একজন রান করে আসলেও আন্তর্জাতিকে এসেই কিন্তু সে রান পাবে না। তাকে সময় দিতে হবে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা আমাদেরও মেনে নিতে হবে। হঠাৎ করেই তো আর ফল পাওয়া যাবে না।’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com