মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:৩২

প্রকাশিতঃ শনিবার, ২০ অক্টোবর ২০১৮ ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন

মুস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলের আসন্ন আসরের জন্য বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ডিসেম্বরের মাঝামাঝি থেকে খেলোয়াড়দের নিলামে তোলার কথা থাকলেও এরই মাঝে খেলোয়াড় বেচা-কেনা শুরু হয়ে গেছে। তারই জের ধরে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে দলে নিতে মুস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই। মুম্বাইয়ে দুজন উইকেটরক্ষক আগে থেকেই আছেন। ইশান কিশান আর আদিত্য তারে থাকা সত্যেও কুইন্টন ডি কককে নেওয়া হয়েছে মূলত টপ-অর্ডার ব্যাটসম্যান হিসেবে। গত আসরে ওয়েস্ট ইন্ডিজের হার্ড-হিটিং ব্যাটসম্যান এভিন লুইস ও সূর্যকুমার যাদবকে ওপেনিংয়ে আর কিশানকে তিন নম্বরে নামিয়ে খুব একটা সাফল্য পায়নি মুম্বাই। এজন্যই হয়তো ডিক কককে দলে ভিড়িয়েছে দলটি। তবে মুম্বাই ছেড়ে দিলেও অবশ্য মুস্তাফিজের কিছু আসে যায় না। কারণ, এর আগেই মুস্তাফিজকে আগামী দু’বছর বিদেশি লিগে খেলায় নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত বিদেশি লিগে খেলতে গিয়ে বারবার তার ইনজুরিতে পড়ার প্রবণতার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com