শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:১৩

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮ ০৯:৪৮:৪৯ পূর্বাহ্ন

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে মাশরাফিদের শোক

প্রিয় শিল্পীর আকস্মিক মৃত্যু মেনে নিতে কষ্ঠ হয়েছে টাইগারদের। কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল তাদের অনুশীলন। সকালে যখন জিম্বাবুয়ে সিরিজের অনুশীলনে ব্যস্ত ছিলেন টিম টাইগার ঠিক তখনই আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদটি আসে তাদের কাছে। প্রিয় শিল্পীর জন্য শোক জানিয়েছেন সবাই । ব্যান্ড সংগীত প্রিয় বাংলাদেশ ক্রিকেটার দল। এ কথা সবারই জানা। ব্যান্ড দলের সেরা সব গান প্রায় সবারই ঠোটস্ত। তবে আইয়ুব বাচ্চু, জেমস, মাইলস সবারই প্রিয়। আইয়ুব বাচ্চু মিশে আছেন তাদের অনুপ্রেরণায়। অনুশীলনের ফাঁকে, আড্ডাতে আইয়ুব বাচ্চু, জেমসের গান গেয়ে নিজেদের চাঙ্গা করেন ক্রিকেটাররা। মাশরাফি মর্তুজাদের বেড়ে উঠার অনেকটা সময় কেটেছে জেমস, আইয়ুব বাচ্চুর গান শোনে। আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদে মাশরাফি নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন লিজেন্ডের সেই গানটি- ‘সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে, এই শহরে গাড়ি বাড়ি কিছুই রবে না’, আইয়ুব বাচ্চুর এমন আকষ্মিক মৃত্যুতে শোক, ভালোবাসা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের এ অধিনায়ক। শোক জানিয়ে ব্যক্তিগত ফেসবুকওয়ালে পোস্ট করেছেন মুশফিকুর রহিম। প্রয়াত শিল্পীর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন তিনি। আইয়ুব বাচ্চুর একজন বড় মাপের ভক্ত জানিয়ে ফাস্ট বলার রুবেল হোসেন বাচ্চুর সঙ্গে তার একটি ছবি দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, ‘ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। সত্যি মানতে পারছি না আমি ছোটবেলা থেকেই জেমস ভাই, বাচ্চু ভাই এদের গান শুনি। আমি বাচ্চু ভাইয়ের বিশাল বড় একজন ফ্যান সেদিনও টিভিতে তার কনসার্ট দেখছিলাম, আল্লাহ এটা কি হয়ে গেল! আসলে সবাইকে চলে যেতে হবে একদিন এটাই বাস্তবতা তার জন্য সবাই দোয়া করবেন.... আল্লাহ যেন প্রিয় শিল্পী কে বেহেশত নসীব করেন আমিন ।’ ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com