সোমবার, ২০ মে ২০২৪, ০১:০৮

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৯:০৯ পূর্বাহ্ন

ম্যাচ জেতার কৃতিত্ব বোলারদের দিলেন মাশরাফি

১৪ তম এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ২৪০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০২ রান করে পাকিস্তান। ফলে ৩৭ রানের জয় নিয়ে এবারের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর এই ম্যাচ জেতার কৃতিত্ব বোলারদের দিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে বোলারদের কৃতিত্ব দিয়ে মাশরাফি বলেন, "আমরা আজ কিছুটা ভিন্ন কৌশল খাটিয়েছি। সাধারণত আমি বল শুরু করি, কিন্তু আজ আমরা মিরাজকে দিয়ে শুরু করেছি। বোলাররা দারুণ বল করেছে। " মাঠে ফিল্ডারদের দারুণ ভূমিকার কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমাদের ফিল্ডিং নিয়ে আমরা আজ গর্ব করতে পারি। অনেকদিন ধরেই এমন ভালো ফিল্ডিং দেখিনি। তাই আশা করি ছেলেরা ভালো ফিল্ডিংয়ের গুরুত্ব বুঝতে পারবে। " তবে দলকে বিপদ থেকে টেনে তোলার জন্য মুশফিক ও মোহাম্মদ মিথুনের কথা বলতেও ভোলেননি মাশরাফি। তিনি বলেন, "মুশফিক আর মিথুন সত্যি দারুণ ব্যাটিং করেছে। " এদিন, মাশরাফি নিজেই ‘সুপারম্যান’র মতো ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচ ধরেছেন শোয়েব মালিকের। সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমি ভাগ্যবান যে আমি ক্যাচটা মিস করিনি, কারণ শোয়েব মালিক দারুণ ফর্মে ছিল, আজ সবমিলিয়ে আমাদের ফিল্ডিং দুর্দান্তই হয়েছে। "
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com