সোমবার, ২০ মে ২০২৪, ০১:৪০

প্রকাশিতঃ বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৫:১৫:৫৮ অপরাহ্ন

মিরাজের পর পাকিস্তান শিবিরে মোস্তাফিজের আঘাত

বাংলাদেশের দেয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা শুভ হলো না পাকিন্তানের। সূচনালগ্নেই ফিরে গেলেন হার্ডহিটার ফখর জামান ও স্টাইলিশ বাবর আজম। মেহেদী হাসান মিরাজের করা প্রথম ওভারের পঞ্চম বলে রুবেল হোসেনের দর্শনীয় ক্যাচ হয়ে ফেরেন ফখর। আর মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত ডেলিভেরিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাবর। শেষ খবর পর্যন্ত ২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩। ইমাম-উল-হক ৪ ও সরফরাজ আহমেদ ৬ রান নিয়ে ব্যাট করছেন। জিতলে সরাসরি ফাইনালে, হারলে ধরতে হবে দেশে ফেরার বিমান। এমন সমীকরণ নিয়ে বুধবার আবুধাবিতে মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। টসে জিতে আগে ব্যাট করে মুশফিকুর রহিমের ৯৯ ও মোহাম্মদ মিথুনের ৬০ রানে ভর করে ২৩৯ রান করে টাইগাররা। পাকিস্তানের হয়ে একাই ৪ উইকেট নেন জুনায়েদ খান। এছাড়া ২টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com