বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৫৮

প্রকাশিতঃ বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০২:০৭:২৫ পূর্বাহ্ন

যতদিন খেলব দেশের জন্য খেলব

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুই উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে আড়াইশ’ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মাশরাফি মুর্তজা। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৫০ উইকেটের মাইলফলক ছোঁয়া উপলক্ষে সোমবার ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এলাম। ২০০১ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিলাম তখন মনে মনে শুধু একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন খেলব দেশের জন্য খেলব। কিন্তু মাঝপথে বারবার পা দুটো সঙ্গ ছেড়ে দিচ্ছিল। যতবার ইনজুরিতে পড়েছি, ততবার মনে হয়েছে এবার মনে হয় আর পারব না। কিন্তু যখনই গ্যালারিভর্তি মানুষের চিৎকার শুনি, তখনই পা দুটাকে বলি তৈরি হও, কারণ আমি আবার মাঠে নামব। যেকোনো প্রাপ্তিই অনেক আনন্দের। আমি ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছি। এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের সবার প্রতি রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে যেতে চাই আরও অনেকটা পথ। দোয়া করবেন সবাই।’ ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে উইকেট শিকারের তালিকায় মাশরাফির পরই রয়েছেন সাকিব আল হাসান। তিনি নিয়েছেন ২৪৪ উইকেট।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com