রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:১৩

প্রকাশিতঃ রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন

জয়ের ধারায় থাকতে মরিয়া ভারত, বদলা নিতে মুখিয়ে পাকিস্তান

প্রথম রাউন্ডের পর এশিয়া কাপের ১৪ তম আসরের সুপার ফোরের ম্যাচে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। আরও এক বহুল চর্চিত ক্রিকেটীয় লড়াই দেখার অপেক্ষায় প্রহর গুনছে দুবাই। সুপার ফোরেও যখন জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারত, তখন প্রথম রাউন্ডের ম্যাচের হারের বদলা নিতে মুখিয়ে পাকিস্তান। চলতি এশিয়া কাপের টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক ক্রিকেট উপহার দিয়েছে ভারত। প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে কিছুটা নড়বড়ে মনে হলেও পরবর্তী দুই ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছে রোহিত ব্রিগেড। বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফারাক গড়ে দিয়েছেন ভারতীয় বোলাররাই। দুরন্ত ফর্মে রয়েছেন দুই পেসার ভুবেনেশ্বর কুমার এবং জাসপ্রিত বুমরা। তাদের যোগ্য সঙ্গত করছেন স্পিনাররা। প্রত্যাবর্তনে গত ম্যাচে বল হাতে ভেল্কি দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের ম্যাচেও বাড়তি দায়িত্ব থাকবে তার কাঁধে। জাদেজার সামনে আবার রবিবার শচীনকে টপকে নতুন নজির গড়ার হাতছানি। রবিবার পাকিস্তানের দুটি উইকেট তুলে নিতে পারলেই এশিয়া কাপে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহীর তালিকায় নাম তুলে ফেলবেন তিনি। ব্যাটে ভরসা জোগাচ্ছে রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটিও। সবমিলিয়ে পিছিয়ে থাকার কোন প্রশ্নই নেই, বরং এগিয়ে থেকেই টানা দ্বিতীয়বার পাক বধে মরিয়া ভারত। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে পর্যুদস্ত হওয়ার পর গত ম্যাচে আফগানদের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে পাকিস্তান। তবে সুপার ফোরে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে প্রথম রাউন্ডে হারের কথা মাথায় রাখছেন না পাক দলনায়ক। বরং আত্মবিশ্বাস বাড়াতে আফগান ম্যাচে জয়ের উদাহরণ টেনে আনছেন তিনি। সরফরাজের কথায়, ‘আবু ধাবির পিচে ২৫৭ রান তাড়া করে জয় তুলে নেওয়া মুখের কথা নয়। তার উপর প্রতিপক্ষ দলে যখন প্রথমসারির তিন স্পিনার উপস্থিত। ভারতের বিরুদ্ধে লড়াইয়ের আগে আফগানিস্তান ম্যাচে জয়ই আমাদের আত্মবিশ্বাস জোগাবে। ব্যাটিংয়ে আমাদের কয়েকটি ভাল পার্টনারশিপের প্রয়োজন। ’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com