শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৪৩

প্রকাশিতঃ শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৯:০৩:০৫ পূর্বাহ্ন

সেই ম্যাচে টাইগারদের যেসব জায়গায় হারিয়েছে ভারত: আনন্দবাজার

এশিয়া কাপের চলতি আসরে ভারতের সফরটা বেশ রোমাঞ্চকর। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে জয় তুলে নিতে কিছুটা বেগ পেতে হলেও পাকিস্তান ও বাংলাদেশ বিরুদ্ধে সহজেই জয় পায় টিম ইন্ডিয়া। দুবাইয়ে শুক্রবারের রাতে টাইগারদের হারিয়ে নিজেদের শক্তি আবারও প্রমাণ করেছে রোহিত শর্মার দল। তবে ঠিক কোন জায়গায় বাংলাদেশের চেয়ে এগিয়ে গিয়েছিল ভারত? ১. বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল দলে নেই। চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ফল ভুগতে হল দলকেই। তামিমের অভাব ভাল মতোই টের পাচ্ছে বাংলাদেশ দল। ২. তামিমের অভাব পূরণ করবেন দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান- এমনটাই প্রত্যাশা ছিল সকলের। কিন্তু এ দিনের ম্যাচে তেমন কিছুই করতে পারলেন না সাকিব। ৩. হার্দিকের চোটের কারণে দলে সুযোগ পেয়েই রবীন্দ্র জাদেজা বুঝিয়ে দিলেন তিনি কতটা কার্যকরী। একাই চার উইকেট তুলে বাংলাদেশের সব প্রতিরোধ ভেঙে দেন। ৪. শুরু থেকেই ভারতীয় পেস জুটি বুমরাহ এবং ভুবনেশ্বরের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের পক্ষে রান তোলা কঠিন হয়ে যায়। প্রথম থেকেই ভুবনেশ্বর এবং বুমরাহকে সামলাতে নাজেহাল হয়ে পড়েন লিটন-নাজমুলরা। ওপেনারদের ব্যর্থতায় দিশাহারা হয়ে যায় পুরো বাংলাদেশ দল। ৫. লোয়ার মিডলের ব্যাটসম্যানরা কিছুটা লড়াই করায় দেড়শো রানের গণ্ডি পার করে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশি বোলারদের কোন সুযোগই দেয়নি রোহিত শর্মা-শিখর ধওয়ানরা। শুরুতেই ভারতীয় ওপেনাররা যে ঝড় তুলেছিলেন, তাতেই এলোমেলো হয়ে যায় বাংলাদেশের সব আক্রমণ। ৬. দুই ভারতীয় ওপেনারের বিধ্বংসী শুরু দলের জয়কে নিশ্চিত করে দেয়। তবে আলাদা করে বলতেই হবে রোহিত শর্মার কথা। অধিনায়কের দায়িত্ব পাওয়ার থেকে যেন নতুন রূপে পাওয়া যাচ্ছে তাঁকে। এক দিকে যেমন বুদ্ধিদিপ্ত অধিনায়কত্ব, অন্য দিকে তেমনই ব্যাটিংয়ে মূল শক্তি হয়ে উঠছেন। এ দিনও এক অসাধারণ ইনিংস খেলেন তিনি। সূত্র: আনন্দবাজার
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com